আলজামিয়াতুল ইসলামিয়া দারুল উলূম মাদানীনগর-১৪৩০
এর পক্ষ থেকে- বিশেষ আবেদন
মুহতারাম, আস্সালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ
আপনি মাদানীনগর মাদরাসার একজন প্রতিবেশী/অভিভাবক/শুভাকাঙ্খী হিসেবে মাহে রমজান ও কুরবানীসহ বিভিন্ন উপলক্ষে অতীতের ন্যায় জামিয়ার প্রতি বিশেষ সু-দৃষ্টি রাখবেন বলে আমাদের প্রত্যাশা।
আল্লাহ তা’আলার মেহেরবানীতে প্রতিষ্ঠানটি প্রায় তিন যুগ ধরে ইসলামী শিক্ষা-দীক্ষার ক্ষেত্রে দেশ ও জাতির জন্য অসামান্য/বহুমুখী অবদান রেখে চলছে। উক্ত জামিয়া থেকে হাজার হাজার ছাত্র হাফেজ, আলেম, মুফতী ও মুহাদ্দিস হয়েছেন। তাদের অনেকেই দ্বীন ও দুনিয়ার বিভিন্ন খেদমত আঞ্জাম দিচ্ছেন।
বর্তমানে এখানে 84 জন সুযোগ্য শিক্ষকমন্ডলীর তত্ত্বাবধানে প্রায় 2700 (দুই হাজার সাতশত) জন ছাত্র মক্তব ও হিফযখানা থেকে দাওরায়ে হাদীস (মাষ্টার্স সমমান), আরবী ভাষা ও সাহিত্য, ফুনূনাত, উলূমে হাদীস, তাফসীর, ক্বেরাত ও ইফতা পর্যন্ত দ্বীনি এলেম হাসিল করছেন। তাদের মধ্যে প্রায় আট শতাধিক এতীম, গরীব ও মেধাবী ছাত্রকে গোরাবা ফান্ড থেকে ফ্রী খানা দেয়া হচ্ছে। উক্ত গোরাবা ফান্ডে আপনাদের যাকাত, ফেতরা, মান্নত, ছদকা, কুরবানীর চামড়া, এককালীন দান ও অন্যান্য সাহায্য দিয়ে ছদকায়ে জারিয়া তথা চিরস্থায়ী নেকির কাজে অংশ নিতে পারেন। এতে আপনি দানের ছওয়াব তো পাবেনই তদুপরি এলম তলব, শিক্ষাদান এবং দ্বীন প্রচারের মহান ছওয়াবেরও অংশীদার হবেন।
আলজামিয়াতুল ইসলামিয়া দারুল উলূম মাদানীনরগর। ইসলামী ব্যাংক, কাঁচপুর শাখা, নারায়ণগঞ্জ। হিসাব নম্বর-1428
মুহাম্মাদ ফয়জুল্লাহ সন্দ্বীপী
মুহতামিম, দারুল উলূম মাদানীনগর ঢাকা-1430
মোবাইল : 01712-944050, 02-7693087